
নিজস্ব প্রতিবেদক।।
আগামী ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টায়, কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রাণীপ্রেমীদের মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। এ আয়োজনটি যৌথভাবে করছে Cats Home বিড়ালবাড়ি এবং দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা। অনুষ্ঠানে বিশেষ অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে Kaniva Bangladesh।
Kaniva — পোষাপ্রাণীর জন্য পরিচিত একটি প্রিমিয়াম পছন্দ। পোষাপ্রাণীর খাবার নিয়ে সচেতন মালিকদের কাছে Kaniva এখন শুধুই একটি ব্র্যান্ড নয়, বরং একটি আস্থা ও মানের নাম। প্রিমিয়াম মানের কাঁচামাল, বিজ্ঞানভিত্তিক নিউট্রিশন এবং আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়ার জন্য Kaniva Pet Food Thailand ইতোমধ্যেই বাংলাদেশে ব্যাপক পরিচিতি ও ভরসার প্রতীক হয়ে উঠেছে।
মিলনমেলার বিশেষ আকর্ষণসমূহ:
Kaniva পণ্যগুলোর ফ্রি স্যাম্পল — কুমিল্লার পোষাপ্রাণীপ্রেমীদের জন্য এক্সক্লুসিভ সুযোগ!
পোষা প্রাণীকে সরাসরি Kaniva পণ্য খাওয়ানোর আয়োজন
Kaniva Nutrition Experts দ্বারা নিউট্রিশন ও ইনগ্রেডিয়েন্টস নিয়ে বিশেষ আলোচনা
‘Kaniva Doll’ – আপনার পোষ্য ও পরিবারের সাথে ছবি তোলার আকর্ষণীয় আয়োজন
শনিবার বিকেলে মিলনমেলার ভেন্যু পরিদর্শন করেন Kaniva Pet Food Thailand-এর কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার মোঃ দ্বীন ইসলাম (আমির)।
তিনি বলেন, “বাংলাদেশে Kaniva শুধু একটি পণ্য নয়, এটি একটি দায়িত্ব — পোষাপ্রাণীর সঠিক পুষ্টি নিশ্চিত করার। আমরা চাই, প্রতিটি প্রাণী সুস্থ, সচল ও সুখী থাকুক।”
আয়োজক সংগঠন Cats Home বিড়ালবাড়ি ও দৃষ্টান্ত ফাউন্ডেশন জানিয়েছে, প্রাণীপ্রেমী মানুষদের মধ্যে সচেতনতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতেই এই মিলনমেলার আয়োজন। এতে Kaniva-এর অংশগ্রহণ প্রাণী পুষ্টি ও সুরক্ষার বিষয়ে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।