০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই একটা দলের সঙ্গে আলাপ করে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না -হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন; অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে -ডা. হারুন আল রশিদ মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল পাঁচ হাজারের বেশি মানুষ প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা -হাসনাত আব্দুল্লাহ বুড়িচংয়ে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • তারিখ : ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 291

স্টাফ রিপোর্টার।।
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কুমিল্লার লালমাই থানায় কর্মরত কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১) নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেন হাত ভেঙে ফেলেন। বিষয়টি জেনে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।

মাথায় হেলমেট থাকলেও রাস্তার পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।”

লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে কনস্টেবল রিয়াজ উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।”

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন ২০১৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।

error: Content is protected !!

কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

তারিখ : ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কুমিল্লার লালমাই থানায় কর্মরত কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১) নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেন হাত ভেঙে ফেলেন। বিষয়টি জেনে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।

মাথায় হেলমেট থাকলেও রাস্তার পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।”

লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে কনস্টেবল রিয়াজ উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।”

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন ২০১৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।