০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার আলোচনাসভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে কুমিল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলঃ ১৩ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন; প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • তারিখ : ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 1259

স্টাফ রিপোর্টার।।
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কুমিল্লার লালমাই থানায় কর্মরত কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১) নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেন হাত ভেঙে ফেলেন। বিষয়টি জেনে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।

মাথায় হেলমেট থাকলেও রাস্তার পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।”

লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে কনস্টেবল রিয়াজ উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।”

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন ২০১৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।

error: Content is protected !!

কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

তারিখ : ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কুমিল্লার লালমাই থানায় কর্মরত কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১) নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেন হাত ভেঙে ফেলেন। বিষয়টি জেনে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।

মাথায় হেলমেট থাকলেও রাস্তার পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত বাবা বেলাল হোসেন বলেন, “ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।”

লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে কনস্টেবল রিয়াজ উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।”

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন ২০১৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।