
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলায় এজহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শান্তিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শান্তি(৫৫) নয়াকান্দি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহীদ উল্যাহ৷
শনিবার(২৪ মে)সন্ধ্যা ৭টায় উপজেলার নয়াকান্দি বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তিকে গ্রেপ্তার করা হয়৷
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদ উল্যাহ বলেন, নয়াকান্দি বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তিকে গ্রেপ্তার করা হয়৷ তাকে আগামীকাল রবিবার(২৫ মে) সকালে কুমিল্লা আদালতের প্রেরন করা হবে৷
একই দিন দুপুরে ‘গোপন বৈঠক’ থেকে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া খোকাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া খোকা তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, গোপন বৈঠক চলাকালে দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে আরিফুজ্জামানকে গ্রেফতার করা হয়।