দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামে খাবারের লোভ দেখিয়ে দোকানে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে ধর্ষকের শ্বশুরবাড়ি মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
ধর্ষকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ মার্চ) বেলা ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেনের দোকানে আট বছর বয়সি শিশু মালামাল ক্রয় করতে গেলে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে আসলে শিশুটিকে দোকানে রেখে পালিয়ে যান শরীফ।
পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ধর্ষণের বিষয়টি জানতে শিশুটির চাচাতো ভাই মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়। শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তাকে ১৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page