১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী যুবকসহ দুজন নিহত

  • তারিখ : ১০:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • 48

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দোনারচর গ্রামের বাসিন্দা এবং দাউদকান্দি পৌর কমিশনার সালাহ উদ্দিনের ছেলে কলেজে পড়ুয়া আরিফ উদ্দিন (১৮) এবং উপজেলার সবজিকান্দি গ্রামের বাসিন্দা সফিউল্লাহর ছেলে ইতালি প্রবাসী মো. সৈকত (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেল আরোহী মেঘনা-গোমতী সেতু অতিক্রম শেষে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। সেতুর ঢালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বলেন, মোটরসাইকেলটি দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী যুবকসহ দুজন নিহত

তারিখ : ১০:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দোনারচর গ্রামের বাসিন্দা এবং দাউদকান্দি পৌর কমিশনার সালাহ উদ্দিনের ছেলে কলেজে পড়ুয়া আরিফ উদ্দিন (১৮) এবং উপজেলার সবজিকান্দি গ্রামের বাসিন্দা সফিউল্লাহর ছেলে ইতালি প্রবাসী মো. সৈকত (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেল আরোহী মেঘনা-গোমতী সেতু অতিক্রম শেষে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। সেতুর ঢালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বলেন, মোটরসাইকেলটি দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।