কুমিল্লায় গোমতী নদীর চরে মাটি কাটার দায়ে ২ টি ট্রাক্টর জব্দ; ১ লক্ষ টাকা জরিমানা

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর চরে অভিযান চালিয়ে ২ টি ট্রাক্টর জব্দ এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, প্রশাসনের নিয়েধাজ্ঞা এবং ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা উপেক্ষা করে মাটি কেটে যাচ্ছে।

লক্ষিপুর গ্রামের বাসিন্দা আলী হোসেন জানান, ওদের জেল জরিমানা দিয়েও গোমতী নদীর চর এবং ফসলী জমির মাটি কাটা থেকে বিরত রাখা যাচ্ছেনা। এরই মধ্যে বেশকিছু ট্রাক্টর, ভ্যাকু এবং ৫টি ইটভাটা সিলগালা, আটক ও জেল জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, উপজেলার লক্ষিপুর এলাকায় গোমতী নদীর চরে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় মাটি বহনকারী ২টি ট্রাক্টর জব্দ এবং একজন চালককে আটক করি।

আটক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রমে দেয়া হয়। পরে জরিমানা পরিশোধে মুক্তি নেন। আমাদের অভিযান চলমান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page