কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় বাহার-সূচনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে নতুন মামলা

জহিরুল হক বাবু।।
গত বছরের জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে কুমিল্লায় মামুন আহমেদ রাফসান (১৮) নামে এক হোটেল কর্মচারীকে হত্যার মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার জ্যেষ্ট কন্যা সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার রাতে দুপুরে নিহত রাফসানের বড় ভাই রানু মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন ওসি মহিনুল ইসলাম।

নিহত রাফসান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মোঃ ছালেক মিয়ার ছেলে।

মামলায় উল্লেখ করা হয় গত বছর ৫ আগষ্ট দুপুরে অন্যন্যদের সাথে রাফসানও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কুমিল্লা সেনানিবাস এলাকায় মিছিলে অংশগ্রহণ করে। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাফসান। পরে স্বজনরা ময়নামতি জেনারেল হাসপাতাল থেকে রাফসানের মরদেহ বাড়ি নিয়ে মরদেহ দাফন করে।

মামলার আসামীরা হলো-

১। আ ক ম বাহা উদ্দিন বাহার, সাবেক এমপি (৭২),পিতা-মৃত মোঃ আবদুস ছালাম, সাং মুন্সেফবাড়ি।
২। তাহসীন বাহার সূচনা (৪০),পিতা-আ ক ম বাহা উদ্দিন বাহার, সাবেক এমপি,মুন্সেফ বাড়ি।
৩। আব্দল হাই বাবলু (৬০), চেয়ারম্যান, সদর দক্ষিন উপজেলা, পিতা- মৃত আনছর আলী, শাকতলা,
৪। আমিনুল ইসলাম টুটুল (৫২), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম- ধর্মপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা।
৫। আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ(যুবলীগ নেতা) ৫৫, পিতা- মেতু মিয়া, মুরাদপুর, থানা- কোতয়ালী ।
৬। আতিকুল্লাহ খোকন(৬৫), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা ।
৭। জহিরুল ইসলাম রিন্টু (৪৮),সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, কুমিল্লা মহানগর, পিতা-অজ্ঞাত, থানা- কোতয়ালী ।
৮। মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৫৩), পিতা-মৃত আলী আহাম্মদ ভূঁইয়া, সাং-অলুয়া, থানা-ব্রাহ্মনপাড়া,
৯। এমডি রাজীব (৩৮) অস্ত্রধারী, পিতা- মৃত এমডি মুরাদ, মোগলটুলী, থানা- কোতয়ালী, কুমিল্লা।
১০। আহমেদ নিয়াজ পাবেন(৪৬), পিতা-মৃত আলী মিয়া, শাসনগাছা, থানা- কোতয়ালী।

১১। কালা বাচ্চু (৩৬) অস্ত্রধারী, পিতা-মালা মিয়া, মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা।
১২। ফাহিম ওরফে মোটা ফাহিম (২৮) অস্ত্রধারী, পিতা-জামাল মিয়া, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা ।
১৩। মোঃ নজির আহমেদ (৫০)অর্থ ও অস্ত্রযোগানদাতা, পিতা-মৃত আফাজ উদ্দিন,সাং-বাণীপুর,থানা-সদর দক্ষিন, কুমিল্লা।
১৪। রাশেদুজ্জামান রাশেদ@ নূরজাহান রাশেদ,(৪৫) পিতা-মৃত আব্দুর রাজ্জাক,সাং- ঢুলীপাড়া, ১৯ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন ।
১৫। আনোয়ার হোসেন মিশু প্রকাশ শাহরিয়ার (৩০) (সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ), পিতা- তৎসহ ১৯০৮ ছিদ্দিকুর রহমান, সাং-পূর্ব দৈয়ারা কোদালিয়া পাড়া, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা ।
১৬। মান্নান কবির ভুইয়া (৪৫), পিতা-মৃত হুমায়ুন কবির ভুইয়া, সাং-জগন্নাথপুর, কোতয়ালী, কুমিল্লা ।
১৭। মোঃ আখলাক হায়দায় (৬০) সাবেক উপজেলা চেয়ারম্যান (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতা-মৃত আবুল উপাদানগুলি বাশার, সাং-সিন্দুরিয়া পাড়া, বুড়িচং, কুমিল্লা।
১৮। নুর মোহাম্মদ সোহেল (৩৫) সভাপতি, মহানগর ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত, সাং-মুন্সেফ কোয়াটার, কোতয়ালী, কুমিল্লা ।
১৯। খোরশেদ আলম (৬৫)আহবায়ক কৃষকলীগ,পিতা-অজ্ঞাত, সাং-দৈয়ারা লক্ষীপুর, ২২নং ওয়ার্ড, সদর
২০। আজিজুল জক সিহানুক (৪০) সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত,সাং-মুন্সেফবাড়ি, থানা- কোতয়ালী ।

২১। গাজী গোলাম সারোয়ার শিপন(৪৪), সাবেক কাউন্সিলর, অস্ত্রধারী, পিতা- শাহিন মিয়া,সাং-ছোটরা, 1 বিপি-৭৯০৬১০০ 08 ডিসি রোড, কোতয়ালী, কুমিল্লা।
২২। সৈয়দ শাহিদুল আহসান টিপু (৪৫), পিতা-মৃত সৈয়দ আবদুল করিম, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা ।
২৩। আমিনুল ইকরাম (৩৭), কাউন্সিলর ৬নং ওয়ার্ড,পিতা-মৃত রমজান আলী, সাং-পূর্বচানপুর, থানা- কোতয়ালী।
২৪। সাদিকুর রহমান পিয়াস (৩৬) পিতা- জালু মিয়া, সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ, সাং-ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা।
২৫। সালেহ আহমেদ রাসেল (৪২), পিতা-মৃত সেকান্দর মাস্টার গ্রাম-জামিরা, লালমাই (বরতমার ঠিকানা আলিফ টাওয়ার, মদিনা মসজিদ, থানা- কোতয়ালী, কুমিল্লা।
২৬। মোঃ আবু তাহের(৫৫),পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-মল্লিকা, ঝাউতলা, থানা- কোতয়ালী মডেল।
২৭। হাবিবুল আল আমিন সাদী (৫৫), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, ১১ নং ওয়ার্ড, সাং-মুন্সেফবাড়ি থানা- কোতয়ালী।
২৮। সাইফুল আলম রনি (৫০), (জামাই রনি), পিতা-অজ্ঞাত,সাং-তালপুকুরপাড়, থানা- কোতয়ালী ।
২৯। সরকার মাহমুদ জাবেদ (৫৬), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, ৩নং ওয়ার্ড,সাং-রেইসকোর্স,থানা- কোতয়ালী।
৩০। আশরাফুল আলম স্বরূপ (৩৫) অস্ত্র ব্যবসায়ী, পিতা-মৃত মাহাবুল আলম সেলিম, সাং-উজিরদিঘীরপাড় আলম ভবন, কোতয়ালী, কুমিল্লা।

৩১। আতিকুল্লাহ খোকন (৬৫), মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা ।
৩২। কাউসার জামান কায়েস (৪৫), পিতা-অজ্ঞাত, বাগিচাগাও, থানা- কোতয়ালী।
৩৩। মোঃ সাজ্জাদ হোসেন সরকার (২৭), পিতা-জহির হোসেন, সাং-রেইসকোর্স মডেল একাডেমীর পাশে, কোতয়ালী, কুমিল্লা মোহনপুর সরকার বাড়ী, দেবিদ্বার, কুমিল্লা।
৩৪। মুরাদ মিয়া (৪৮), পিতা-অজ্ঞাত, সাং- কালীয়াজুরী, থানা- কোতয়ালী।
৩৫। কাউন্সিলর আজাদ হোসেন (৫২), পিতা- মৃত খলিলুর রহমান, শ্রীমন্তপুর, ২২ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিণ কুমিল্লা।
৩৬। হাসান রাফি রাজ(৫৫), সাবেক চেয়ারম্যান ৫নং পাঁচথুবী ইউপি, পিতা-আবদুল হালিম, সাং-পাঁচপুৰী, কোতয়ালী মডেল,
৩৭। মোঃ কবিরুল ইসলাম শিকদার (৫৭), পিতা-মৃত ফজলুল করিম শিকদার, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা।
৩৮। মাওলানা মোশারফ হোসেন (৫৫), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-বলরামপুর (উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা ।
৩৯। মোস্তফা কামাল (৫০), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-বলরামপুর (উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা।
৪০। হাজী শরীফ (৪৮), পিতা-মৃত বাবরী মিয়া, সাং-বলরামপুর(উত্তর দূর্গাপুর), কোতয়ালী, কুমিল্লা।

৪১। আক্তার হোসেন (৪০), পিতা- হাসান মিয়া, সাং- উত্তর গাংচর, কোতয়ালী, কুমিল্লা ।
৪২। আবুল হাসান কাউন্সিলর (৪৫),পিতা- আনু মিয়া, সাং-রায়পুর, ২৭ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন।
৪৩। মোঃ সামছুল আলম (৪২), পিতা-আবদুল হালিম, সাং-লাচরা ভূইয়া বাড়ী দাঁদঘর, মনোহরগঞ্জ, সাং-আমোদপুর, হালিমানগর কোতয়ালী, কুমিল্লা।
৪৪। শাকিল আহমেদ রানা (৪৭), পিতা-এয়ার আহমেদ সেলিম, সাং- ইসলামপুর, কোতয়ালী, কুমিল্লা।
৪৫। মোঃ আবদুল আলীম (৪০), পিতা- মৃত আবদুল আমিন ভূঁইয়া, রেইসকোর্স, কোতয়ালী, কুমিল্লা।
৪৬। মারুফ হাসান রানা (৩২), পিতা-মৃত আবদুল লতিফ, সাং-ধানমন্ডি রোড রেইসকোর্স, কোতয়ালী, কুমিল্লা ।
৪৭। শাহ আলম খান (৫৫), সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড পিতা-অজ্ঞাত, (অশোকতলা), থানা- কোতয়ালী।
৪৮। কামাল @ ডিশ কামাল (৪৫),পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম রেইস কোর্স,কবরস্থান সংলগ্ন কোতয়ালী, কুমিল্লা।
৪৯। পাড়া সোহেল (৫০), পিতা-হরমুজ আলী, সাং-শংকুচাইল দঃ পাড়া, বুড়িচং, কুমিল্লা ।
৫০। আক্তার হোসেন(৫৭), পিতা-মোঃ শামছুল হক মজুমদার, সাং-সাতবাড়িয়া,পোঃ-রহিমা নগর, থানা- কচুয়া, জেলা-চাঁদপুর, হাল সাং-ছোটরা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা।

৫১। জনি (২২), মাতা-লিপি মেম্বার, সাং-শাসনগাছা, কোতয়ালী, কুমিল্লা
৫২। মহিউদ্দিন (৪৫) অস্ত্রধারী, পিতা-রজ্জব আলী, সাং-পরিহলপাড়া, বুড়িচং, কুমিল্লা।
৫৩। মুর্শিদ মিয়া (৪২), পিতা-মজনু মিয়া, সাং-সাহেবনগর, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা।
৫৪। মোঃ রাকীব (৫০) অস্ত্রধারী, পিতা-মৃত আনু মিয়া, সাং-কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
৫৫ । মোঃ মেহেদি (২৩), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-নিমসার নাগের বাড়ী, বুড়িচং, কুমিল্লা।
৫৬। বিপ্লব (২৫), পিতা- শাহজান সাজু, সাং-নিমসার নাগের বাড়ী, বুড়িচং, কুমিল্লা।
৫৭। আবু আহমেন আবু (৪২) অস্ত্র ব্যবসায়ী, পিতা-আবদুল খালেক, সাং-আবিদপুর উত্তর পাড়া, বুড়িচং, কুমিল্লা ।
৫৮। মোঃ অহিদ মেম্বার (৪৫), পিতা-মৃত আবদুল লতিফ, সাং-কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
৫৯ । মোঃ শাহলম মেম্বার (৩২), পিতা-মোঃ শামছুল হক, সাং-মাধবপুর নিমসার কলেজের পেছনের বাড়ী, বুড়িচং, কুমিল্লা ।
৬০। আবু নাছের (৩৮), পিতা-মৃত আবদুল জব্বার, সাং-মাধবপুর নিমসার কলেজের পেছনের বাড়ী, বুড়িচং, কুমিল্লা।

৬১। ফারুক আহমেদ সোহেল(৪৯), অস্ত্রধারী পিতা-ইদ্রিছ আহমেদ, সাং-চানপুর, পূর্বপাড়া, কোতয়ালী,
৬২। মোঃ আবদুল কাদের (৪৮), পিতা-মৃত আবদুল হক, সাং-আলেখার চর, কোতয়ালী, কুমিল্লা ।
৬৩। বিশ্বজিৎ বলবসু (৫৫), পিতা-মৃত রঞ্জিত বলবসু, সাং-গাংচর পানপট্টি, কোতয়ালী, কুমিল্লা ।
৬৪। এরশাদ (৩৬), পিতা-সোলেমান, সাং-জগন্নাথপুর, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৫। নজরুল (৪২), পিতা-আকামত আলী, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৬। সজীব (২৫), পিতা-জলিল মিয়া, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৭। রাসেল (৩৩) পিতা-আবদুস সাত্তার, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৮। মহসিন (৩০), পিতা-ইউনুছ মিয়া, সাং-শাইচা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা ।
৬৯। মোঃ এহতেশামুল হক রুমি (৪২),কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও কেন্দীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদাক পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-বুড়িচং,
৭০। ইকবাল হোসেন বাহালুল(৫৫),সাবেক চেয়ারম্যান ৫নং পাঁচথুবী ইউনিয়ন,পিতা-মৃত লাল মিয়া, কোতয়ালী, কুমিল্লা ।

৭১। শাক্কু (অস্ত্রধারী)(৪৫), পিতা- ইকবাল, শাসনগাছা, থানা- কোতয়ালী ।
৭২। শহীদুল ইসলাম চপল (৫০) (অস্ত্রধারী), পিতা- মৃত রফিকুল ইসলাম, ধর্মপুর, থানা- কোতয়ালী ।
৭৩। কাউসার (৩৬), পিতা- কুদ্দুস মিয়া, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৪। মোতালেব (৪৪), পিতা- ইদন মিয়া, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৫। সেলিম উল্লাহ (৪৫), পিতা- রুসমত আলী, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৬। সাইমন (২৩), পিতা-আলফাজ হোসেন, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৭। আবদুল্লাহ (২৪), পিতা- হোসেন, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৮। মমিনুল হক সুমন (৩৭), পিতা-আবুল হাসেম, সাং-সাইচা পাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৭৯। মোঃ দুলাল হোসেন অপু (৫০) পিতা- আব্দুস সাত্তার, সাং-শ্রীমন্তপুর, থানা- সদর দক্ষিন, কুমিল্লা।
৮০। মাসুদ রানা (৪৫), পিতা-আবদুস সামাদ, সাং-ফলকামুড়ি, বরুড়া, কুমিল্লা।

৮১। স্বপন (৫৪) সভাপড়ি শিলমুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ৯নং শিলমুড়ি ইউনিয়ন, পিতা-মৃত নুরুল ইসলাম, সাং- ফলকামুড়ি বরুড়া কুমিল্লা।
৮২। ইকবাল হোসেন (৫২), পিতা-মৃত দুদু মিয়া, সাং-সদর হাসপাতাল রোড, কোতয়ালী, কুমিল্লা।
৮৩। অপু ভট্টচার্য্য (৩৫), পিতা-শান্তি রঞ্জন ভট্টচার্য, সাং-বাদুরতলা সিডি প্যাথ গলি, কোতয়ালী, কুমিল্লা।
৮৪। বিল্লাল (৩৬), পিতা- অদুদ মিয়া, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৮৫। ফারুক (৩৫), পিতা- কুদ্দুস মিয়া, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৮৬। আবু বক্কর (২৬), পিতা-সেলিম, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৮৭। রাজীব (২৭), পিতা- আতিক, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৮৮। ইব্রাহিম (৩২), পিতা- ইউনুছ মিয়া, সাং- সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৮৯। ইকবাল (৩৩), পিতা-মকবুল হোসেন, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।
৯০। শিহাব কলি (২৭), পিতা- সেলিম মিয়া, সাং-সাইচাপাড়া গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা।

৯১। ফরিদ মিয়া (৪৮), পিতা-দুদ মিয়া, সাং-কুটুমপুর, চান্দিনা, কুমিল্লা।
৯২। আলমগীর হোসেন পাটোয়ারী (৪৫), পিতা-সফিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা
৯৩। কাজী মাহাবুবুর রহমান (৪৫), পিতা-কাজী আবদুল হক, সাং-পশ্চিম শিং কংশনগর, বুড়িচং, কুমিল্লা।
৯৪। আব্দুল মালেক ভূইয়া (৫০), পিতা- মৃত আশু মিয়া ভূইয়া, শ্রীভল্লবপুর, পশ্চিম পাড়া, থানা- সদর দঃ থানা, কুমিল্লা।
৯৫। মোঃ রনি (৩০), পিতা-আবদুল মালেক মিয়া, সাং-২য় মুরাদপুর, ভুইয়া পুকুরপাড়, কোতয়ালী, কুমিল্লা ।
৯৬। মোখলেছুর রহমান (৪০) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহানগর আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা।
৯৭। তাইসুখ ইসলাম(৩৩) অস্ত্রধারী, পিতা-শেখ জহিরুল ইসলাম, সাং-আর্ট নার্সিং মেডিকেল কলেজ, বিশ্বরোড,থানা-সদর দক্ষিন, হাল সাং-মনোহরপুর ১১নং ওয়ার্ড, কোতয়ালী, কুমিল্লা
৯৮। মোঃ আবদুল কাদের (৪৭), পিতা-মৃত গফুর মিয়া, সাং-জুগীরকান্দি, কাশিনগর, চৌদ্দগ্রাম কুমিল্লা ।
৯৯ ।সফিউল আলম শাওন (২৭), পিতা-মাহে আলম, সাং- পানপট্রি গাংচর, কোতয়ালী, কুমিল্লা ।
১০০। রাশেদ(২৮),পিতা-অজ্ঞাত, অসূত্রধারী পিস্তল, ২নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারী, সাং-ছোটরা, কোতয়ালী, কুমিল্লা ।

১০১।স্বপন @ কালট স্বপন (৪৯),সহসভাপতি, ৫নং ওয়ার্ড যুবলীগ, পিতা-অজ্ঞাত, সাং-মোগলটুলি, উত্তর গাংচর, কোতয়ালী, কুমিল্লা ।
১০২। জসিম @ ডেজার জসিম (৪০), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-ঘোড়াশাল, থানা-মুরাদনগর,কুমিল্লা ।
১০৩। মামুন (৫০), ডিরেক্টর-গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা ।
১০৪। কাইয়ুম (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-রেইসকোর্স, থানা- কোতয়ালী ।
১০৫। রুহুল আমিন (৩৭), পিতা-আবুল কাশেম, সাং-মোস্তফাপুর কালীর বাজার, কোতয়ালী, কুমিল্লা ।
১০৬। তাজুল ইসলাম খোকন (৬০), পিতা-আজিজুল ইসলাম, সাং- ধনেশ্বর, কুমিল্লা সদর দক্ষিন, ।
১০৭। মোঃ পেয়ার আহমেদ (৩২), পিতা-আবদুস সাত্তার, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা ।
১০৮।মোঃ জামাল হোসেন (৩৫), পিতা-মৃত আবদুল করিম, সাং-চক লক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা ।
১০৯। মোঃ ইমাম হোসেন (৩২), পিতা-আবু তাহের, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা।
১১০। মোঃ সুরুজ মেম্বার (৫০), পিতা-মৃত রমজান আলী, সাং- রাজেন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, কুমিল্লা ।

১১১। সোয়েব হোসেন সোহেল মেম্বার (৪৫), পিতা-দোলয়ার হোসেন, সাং-চকলক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম,
১১২। মোঃ টিপু @ সাংবাদিক (৩৮),পিতা-রশিদ মিয়া, সাং- কাপ্তানবাজার, মকবুলের বাড়ি,থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা।
১১৩। মোঃ আলমগীর হোসেন সরকার(৫০),সভাপতি,৫নং ওয়ার্ড,আওয়ামীলীগ,দূর্গাপুর,পিতা-আবদুল মালেক, সাং- ঘোড়ামারা,থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা ।
১১৪। মুরাদ পাটোয়ারী(৩৫), পিতা-আতিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা
১১৫। মোঃ ইয়াকুব আলী (৪৮),পিতা- মৃত ফজলু মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা ।
১১৬। মোঃ শান্ত মিয়া (২৬),পিতা-মৃত দুলাল মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- কোতয়ালী মডেল, কুমিল্লা ।
১১৭। শরীফুল ইসলাম ফাহিম (২০), পিতা-অজ্ঞাত (ছাত্রদের উপর হামলাকারী), সাং-ভাটপাড়া, কোতয়ালী, কুমিল্লা ।
১১৮। মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা-মৃত আমিনুল হুদা, সাং-কালিয়াজুরি, কোতয়ালী, কুমিল্লা।
১১৯। মোকলেছুর রহমান (৫০),বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহানগর আওয়ামীলীগ, পিতা-অজ্ঞাত, অজ্ঞাত, কোতয়ালী, কুমিল্লা ।
১২০। ফরহাদ হোসেন পাটোয়ারী(৪২),পিতা-আতিক পাটোয়ারী, সাং-পাঁচরা, উত্তরপাড়া,থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লা

১২১। আশরাফুর রশিদ ইমু (২৫), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-আড়াইওড়া পূর্ব পাড়া, কোতয়ালী,
১২২। শাখাওয়াত হোসেন (৪৫), পিতা- ছিদ্দিক (@ জিন ছিদ্দিক, সাং-ধনুয়াখলা, থানা- কোতয়ালী মডেল,
১২৩। মোঃ মিজান(৩০),পিতা-মৃত সাদেক সর্দার, সাং- গোলাবাড়ি, থানা- কোতয়ালী মডেল,
১২৪ ।মোঃ ইমরান হোসেন সাগর(২৭), পিতা-মৃত সাদেক সর্দার, সাং- গোলাবাড়ি,থানা- কোতয়ালী মডেল,
১২৫।তাজুল ইসলাম মন্টু(৫০)পিতা-হারুন মিয়া, সাং- ধর্মনগর গোলাবড়ি, সর্দার বাড়ি, থানা- কোতয়ালী মডেল,
১২৬।মোঃ তানভীর হোসেন(২৯),পিতা-মোঃ আলমগীর হোসেন সরকার,সাং-ঘোড়ামারা,থানা-কোতয়ালী,
১২৭। আরিফুল ইসলাম(৪০),পিতা- মৃত আবদুল মজিদ, সাং- আলেখারচর মধ্যপাড়া, থানা- কোতয়ালী মডেল,
১২৮ । বিল্লাল হোসেন,সাবেক মেম্বার(৪২),পিতা-মৃত সেকান্দর আলী, সাং- আলেখারচর, থানা- কোতয়ালী,
১২৯। মোঃ আলমগীর হোসেন(৩২),পিতা- কাজী সিরাজুল ইসলাম, সাং- আলেখারচর,থানা- কোতয়ালী
১৩০। জাবেদ হোসেন(৪২), পিতা- অদুদ মিয়া, সাং- নুরপুর, থানা- কোতয়ালী মডেল,

১৩১। আতিক খান(৪৮),পিতা-মৃত মতিন খান, সাং- নুরপুর বড় বাড়ি,থানা- কোতয়ালী মডেল,
১৩২। আমজাদ হোসেন (৪৪), অস্ত্রধারী, পিতা-আবুল কাশেম, সাং- নুরপুর উত্তরপাড়া, থানা- কোতয়ালী মডেল,
১৩৩। ইকবাল হোসেন(৪০),পিতা-মৃত ছাদেক হোসেন, সাং- নুরপুর, জমাদ্দার থানা- কোতয়ালী মডেল,
১৩৪ । আসলাম মিয়া(৫০),পিতা-মৃত আকবর আলী, সাং- নুরপুর মসজিদ বাড়ি, থানা- কোতয়ালী মডেল,
১৩৫। অনুপম দাস বাধন(২৯),ডিপার্টমেন্ট আরকিলজি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন পিতা-অজ্ঞাত,হাল সাং- কান্দিরপাড়,থানা- কোতয়ালী মডেল,
১৩৬। কাউসার আহমেদ(২৮), ডিপার্টমেন্ট ইকনিমিক্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পিতা-অজ্ঞাত, সাং- রামপুর কোট বাড়ি,থানা- সদর দক্ষিন,
১৩৭।আশিকুর রহমান সজল(৩৩),পিতা-মৃত মিজানুর রহমান, সাং- হযরত পাড়া, থানা- কোতয়ালী মডেল,
১৩৮। জুবায়ের আলম বিপ্লব(৩৫),পিতা-জাহাঙ্গীর আলম, সাং- হযরতপাড়া, থানা- কোতয়ালী মডেল,
১৩৯। জহিরুল কামাল (৫৬), পিতা-আলী নোয়াব মিয়া, সাং- দসারদা পালের মাঠ,ঠাকুরপাড়া, থানা- কোতয়ালী
১৪০। অভিজিত চক্রবর্তী (৩৭),পিতা-অজিত চক্রবর্তী, সাং- মাস্টারপাড়া থানা- কোতয়ালী মডেল,

১৪১। শাহিন আলম(৪০), পিতা-হারুন মিয়া, সাং- হরিপুর থানা- কোতয়ালী মডেল,
১৪২। সোহেল মিয়া(৪২), পিতা-হারুন মিয়া, সাং- জিয়াপুর থানা- বুড়িচং,
১৪৩। মোঃ ফরিদ(৪৫),পিতা-মৃত মমতাজ উদ্দিন সরকার, সাং- গোপালনগর, রামমোহন থানা- বরুড়া,
১৪৪। মনির হোসেন(৪৫), অস্ত্রধারী, পিতা-মৃত হামিন আলী, সাং-বল্লভপুর, কালিরবাজার থানা-কোতয়ালী
১৪৫। রেজাউল করিম মিঠু (৩৫),যুবলীগ সভাপতি, পিতা-মৃত ইব্রাহিম কন্ট্রাকটর, সাং-কভপুর, কালিরবাজার থানা- কোতয়ালী মডেল,
১৪৬। নাসির মিয়া(৪৯),পিতা-মৃত আবুল কাশেম, সাং- ২য়মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল,
১৪৭। আবু ওবায়দা রাহিদ (৩৫), পিতা-কামাল উদ্দিন আহমেদ, সাং-নুরজাহান ভবন, বাদুরতলা,থানা- কোতয়ালী মডেল, সর্বজেলা-কুমিল্লাগন সহ অজ্ঞাতনামা ১০০/১৫০জন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page