কুমিল্লায় ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে জুনায়েদ নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর (রবিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরে তার চাচার ভাড়া বাসার বেড়াতে আসেন জুনায়েদ। সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদরের মোহন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন এর বাসার ৩য় তলার ছাদে খেলা করছিল সে খেলতে খেলতে পাশে অরক্ষিত বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ছটফট করতেছিল জুনায়েদ পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে দেখে তার মৃত্যু হয়। মৃত্যু জুনায়েদ সাহেবাবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ ব্যাপারে জুনায়েদের চাচা মুমিনুল ইসলাম বলেন, জুনায়েদ আমার ভাতিজা হয়। সে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে।ঘটনার দিন সন্ধ্যায় তিনতলা ছাদের মধ্যে খেলতে গেলে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনার স্থান পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ ঘটনার সততা নিশ্চিত করে বলেন বিদ্যুতের তারে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জুনায়েদ। এস আই সাহাবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত জুনায়েদ সুরতহাল রিপোর্ট তৈরি করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page