কুমিল্লায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন আহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে ছয় শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় দুই স্কুলের শিক্ষার্থীরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং সঠিক বিচারের আশ্বাস দেন।

বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, ‘হামলার ঘটনার আমার স্কুলের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোকসানা মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না। আমার স্কুলের কেউ আহত হয়েছে বলে জানি না। দুজন শিক্ষকের নেতৃত্বে খেলায় অংশগ্রহণ করার জন্য শুধু খেলোয়াড়দের পাঠিয়েছি। আরও যেসব শিক্ষার্থী গেছে তাদের কোনও অনুমতি দিইনি। কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেবো। এ নিয়ে মিটিংয়ের পর বিস্তারিত বলতে পারবো।’

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের মঙ্গলবার ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, ‘আমাদের হাসপাতালে কয়েকজন চিকিৎসা নিয়েছে। বেশি আহত ছিল তিন জন। একজনের শরীরে বড় আঘাতের চিহ্ন ছিল৷ তারা সবাই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।’

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালের (রবিবার) একটা ঘটনা নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। তবে কী ঘটনা হয়েছিল তা বলতে পারবো না। এ ঘটনায় বামিশা হাজী আকমত আলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ছিল শুনেছি।’

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ‘আমি সে সময় আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছিলাম। ঘটনা শুনেছি। কাল সংশ্লিষ্টদের নিয়ে বসবো। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page