
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারিয়াম আক্তার নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত মারিয়াম তার মা পারভিন আক্তারের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়ি দুর্গাপুর গ্রামে বেড়াতে আসে। তার নানা মৃত আব্দুল ওয়াহেদ শুয়া মিয়া স্থানীয় ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।
রোববার দুপুরে খেলার ছলে পরিবারের অজান্তে মারিয়াম ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মামা মামুনুর রশীদ জানান, “আমার ছোট ভাগ্নি মারিয়াম কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। হঠাৎ পানিতে ডুবে তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনায় আমাদের পরিবারসহ পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।”
মারিয়াম আক্তারের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।