০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা চাই –অতিরিক্ত পুলিশ সুপার

কুমিল্লায় নৈশপ্রহরীর ছদ্মবেশে মৃত্যুদণ্ডের আসামি, ১৩ বছর পর গ্রেপ্তার

  • তারিখ : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • 1

মোঃ জহিরুল হক বাবু।।
যশোরের কোতোয়ালি থানার মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মাওলা (৫৮)। পরিচয় গোপন করে কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করছিলেন। র‍্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়।

২০০৯ সালের ১০ জুলাই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে গোলাম মাওলাসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় মামলা করে র‍্যাব।

কারাগারে যাওয়ার কয়েক মাস পর জামিনে মুক্ত হন গোলাম মাওলা। আর আদালতে হাজিরা দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।

গত বছরের ৮ ফেব্রুয়ারি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক গোলাম মাওলাসহ অপর দুইজনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোলাম মাওলা পালিয়ে প্রথমে চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর, শ্রমিক সেজে কাজ করতেন। দুই বছর ধরে তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এভাবে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

কুমিল্লায় নৈশপ্রহরীর ছদ্মবেশে মৃত্যুদণ্ডের আসামি, ১৩ বছর পর গ্রেপ্তার

তারিখ : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
যশোরের কোতোয়ালি থানার মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মাওলা (৫৮)। পরিচয় গোপন করে কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করছিলেন। র‍্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়।

২০০৯ সালের ১০ জুলাই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে গোলাম মাওলাসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় মামলা করে র‍্যাব।

কারাগারে যাওয়ার কয়েক মাস পর জামিনে মুক্ত হন গোলাম মাওলা। আর আদালতে হাজিরা দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।

গত বছরের ৮ ফেব্রুয়ারি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক গোলাম মাওলাসহ অপর দুইজনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোলাম মাওলা পালিয়ে প্রথমে চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর, শ্রমিক সেজে কাজ করতেন। দুই বছর ধরে তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এভাবে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।