স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলায় পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কড়িকান্দি বাজারে অলেক মিয়া নামের এক মাংস বিক্রেতার দোকানে তল্লাশি চালিয়ে ফ্রিজে সংরক্ষিত ৭৮ কেজি পচা মাংস পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মাংসগুলো বাজেয়াপ্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও সুমাইয়া মমিন জানান, “বাজারে পচা মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত বিক্রেতাকে সতর্ক করা হয়েছে—ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এ ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ে এবং স্থানীয়ভাবে ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়।
আরো দেখুন:You cannot copy content of this page