কুমিল্লায় পান বোঝাই পিক-আপ থেকে ৫৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার; চালক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অভিযান চালিয়ে পিকআপ ভ্যান আটকিয়ে পান বোঝায় ঝুড়ি থেকে লুকানো অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় মাদক বহনকারী পিক আপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার ভোরে ঘোলপাশা যুগিরখিল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান করে মাদক উদ্ধার করা হয়।

রবিবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

আটককৃত আসামী পিক আপ ভ্যানের চালক ইয়াছিন (২৭)।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ৬নং ঘোলপাশা যুগিরখিল এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান করে পুলিশ।

এই সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে ১টি পিকআপ ভ্যানের সামনে বসা ড্রাইভার, হেল্পার এবং পিছনে থাকা ৩ জন লোক পিকআপ ভ্যান হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পিকআপ ভ্যানটি তল্লাশী করে গাড়ির পিছনে থাকা ০১টি পান ভর্তি ঝুড়ির ভিতর ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিক আপ ভ্যানের চালক ইয়াছিন নামে একজন গ্রেফতার করা হয়। তার সাথে থাকা আরো ৪ জনকে পলাতক আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page