কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুকুরে পড়ে মারা যাওয়া ওই দুই শিশুর নাম আবির হোসেন (৬) ও রাফি হাসান নাহিদ (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে পড়ে তারা মারা যায়। এর নিহত আবির হোসেন ওই বাড়ির কৃষক আমান উল্লাহর ছেলে এবং রাফি হাসান নাহিদ ফুল মিয়ার ছেলে। তারা ছেচরাপুকুড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে আবির হোসেনের বাবা আমান উল্লাহ বলেন, ‘আজ সকালে নাশতা খেয়ে আমার ছেলে আবির ও আমার বড় ভাই ফুল মিয়ার ছেলে নাহিদ একসঙ্গে খেলতে বেরিয়েছিল। বেলা ১১টায় শুনতে পাই, ওদের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বেলা তিনটায় ওদের জানাজা হয়েছে।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের লিখিতভাবে কেউ জানায়নি। তবে মৌখিকভাবে জেনেছি।’

এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় সন্তান হারানো বাবা–মায়েদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page