কুমিল্লায় পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’ এর উদ্বোধন

আলমগীর হোসেন।।
কুমিল্লায় প্রবাসীদের পরিবারকে আইনগত সহায়তা দিতে পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’ এর কার্যক্রম শুরু হয়েছে ।

শনিবার(২৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে সহায়তা সেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

একই সময়ে উদ্বোধন করা হয় মিডিয়া সেল ও ল্যাকটেশন সেলের কার্যক্রম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় পুলিশ সুপার জানান, প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করতে ২৪ ঘন্টা কল সেন্টার চালু করা হয়েছে । কুমিল্লা যেহেতু দেশের প্রধান একটি প্রবাসী এলাকা। তাই প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে কুমিল্লা জেলা পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’কাজ শুরু করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page