কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৮৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় আতশ বাজি জব্দ

নেকবর হোসেন।।
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। বুধবার ২১ মে সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে ৮৫ লক্ষ ৬৬ হাজার ৮৮০ টাকা মূল্যের এসব বাজি আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের টহলদল সীমান্তে অভিযান চালিয়ে মোট ৪,২৮,৩৪৪ পিস ভারতীয় বাজি উদ্ধার করে। এসব বাজি সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিজিবি জানায়, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে। জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ নিয়ে গত কয়েক মাসে কুমিল্লা সীমান্তে এটাই সবচেয়ে বড় পরিমাণে অবৈধ বাজি জব্দের ঘটনা। স্থানীয়দের মতে, ভারত থেকে এসব বাজি চোরাপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল, যা বাজারজাত করার আগেই বিজিবি’র হাতে ধরা পড়ে।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন কমান্ডার এ ঘটনায় কোনো মন্তব্য না করলেও, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page