১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-৫

  • তারিখ : ১১:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 44

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল, মাদকদ্রব্য, বাঁজি ও একটি হাইয়েস গাড়িসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সোমবার (২ জুন) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার এলাকায় সালদানদী বিওপির টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিনব কায়দায় চোরাচালানের সময় ৪২ লাখ ১৭ হাজার টাকা মূল্যের একটি হায়েস গাড়িসহ ৬২ কেজি ভারতীয় গাঁজাসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর জাহাপুর বাকরাবাদ বলগদী এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২৭),কফিল উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৫), মৃত. নূরুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২৭), মৃত.মহসিন সওদাগরের ছেলে মোঃ শাখাওয়াত (৪৮) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বোলাকগ্রাম বেলাগাঁও এলাকার দুলাল ভান্ডারীর ছেলে মোঃ মফিজ (২৭)।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একই দিনে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবেরমুড়া ও ফুলকুমারী বাজার এলাকায় বিজিবির আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ৮৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৩১টি ভারতীয় মোবাইল ফোন এবং ৮৯,৬০০ পিস বাঁজি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এইসব সফল অভিযান পরিচালিত হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-৫

তারিখ : ১১:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল, মাদকদ্রব্য, বাঁজি ও একটি হাইয়েস গাড়িসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সোমবার (২ জুন) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার এলাকায় সালদানদী বিওপির টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিনব কায়দায় চোরাচালানের সময় ৪২ লাখ ১৭ হাজার টাকা মূল্যের একটি হায়েস গাড়িসহ ৬২ কেজি ভারতীয় গাঁজাসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর জাহাপুর বাকরাবাদ বলগদী এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২৭),কফিল উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৫), মৃত. নূরুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২৭), মৃত.মহসিন সওদাগরের ছেলে মোঃ শাখাওয়াত (৪৮) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বোলাকগ্রাম বেলাগাঁও এলাকার দুলাল ভান্ডারীর ছেলে মোঃ মফিজ (২৭)।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একই দিনে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবেরমুড়া ও ফুলকুমারী বাজার এলাকায় বিজিবির আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ৮৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৩১টি ভারতীয় মোবাইল ফোন এবং ৮৯,৬০০ পিস বাঁজি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এইসব সফল অভিযান পরিচালিত হচ্ছে।