
জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে সঙ্ঘবদ্ধ একটি চোরাকারবারি দল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।
এ সময় ওই কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি করে এর ভিতরে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী সময়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতেও অনেক সময় অভিযান পরিচালনা করা হয়।