১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ. কোরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমিল্লার ৩ শিক্ষার্থী কুমিল্লায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লার কলেজের ছাত্রীদের বোরকা নিয়ে অশালীন মন্তব্য করলেন আওয়ামী লীগ নেত্রী রাশেদা পরিমাপে কম দেওয়ায় দাউদকান্দি রাবেয়া সিএনজি পাম্পে জরিমানা দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন; ৩ লক্ষ টাকা জরিমানা পুরাতন গোমতীকে লেকে রূপান্তরে কুসিক প্রশাসকের পরিদর্শন ‎ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও পাইপ বিকল কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা কুমিল্লায় নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য গাড়ি চালিয়ে কুমিল্লা ফিরছিলেন, পথে মোটরসাইকেল ধাওয়া; চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

  • তারিখ : ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 278

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে সঙ্ঘবদ্ধ একটি চোরাকারবারি দল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।

এ সময় ওই কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি করে এর ভিতরে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী সময়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতেও অনেক সময় অভিযান পরিচালনা করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

তারিখ : ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে সঙ্ঘবদ্ধ একটি চোরাকারবারি দল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।

এ সময় ওই কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি করে এর ভিতরে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী সময়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতেও অনেক সময় অভিযান পরিচালনা করা হয়।