মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি, ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বুধবার (৫ এপ্রিল) মধ্য রাতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নেতৃত্বে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের শাহজাহান প্রকাশ্যে সাজুর (৩২) বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালিয়ে যায়। পরে পুলিশ শাহজাহানের ঘরে তল্লাসী করে খাটের তোষকের নিচে, বালিশের পাশে এবং ওয়ারড্রব তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি (৭.৬৫ এমএম), ১ হাজার ১৭০পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ২৬ হাজার টাকা উদ্ধার করে।
এ ঘটনায় শাহাজাহান বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।