০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুমিল্লার হোমনায় একই পরিবারের তিন সদস্যের আইটিপি সাফল্য কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

কুমিল্লায় বোনের বাড়িতে মাংস দিতে গিয়ে বাসের ধাক্কায় ভাইয়ের মৃত্যু

  • তারিখ : ১২:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • 2

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহাজাহান মিয়ার (৬০)। ঈদুল আজহার দিন বিকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানান, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আজহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় বোনের বাড়িতে মাংস দিতে গিয়ে বাসের ধাক্কায় ভাইয়ের মৃত্যু

তারিখ : ১২:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহাজাহান মিয়ার (৬০)। ঈদুল আজহার দিন বিকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানান, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আজহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।