কুমিল্লায় মদিনা বাস বন্ধের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক।।
কুমিল্লা নগরীর চকবাজার থেকে-সুয়াগাজী-ফেনী সড়কে মদিনা বাস সার্ভিস বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সম্প্রতি এ সড়কের দুর্ঘটনা বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার নগরীর চৌয়ারা বাজার এলাকার বাসিন্দারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চকবাজার-সুয়াগাজী সড়কে চলাচল করে ট্রান্সপোর্ট মদিনা বাস। এই বাসের বেশির ভাগ চালক অদক্ষ, লাইসেন্সবিহীন এবং নেশাগ্রস্ত। তাঁদের বাসগুলো ফিটনেসবিহীন লক্করঝক্কর। বাসগুলোর বেপরোয়া গতির কারণে অহরহই ঘটছে দুর্ঘটনা। গত কয়েক বছরে এই বাস সার্ভিস কুমিল্লা বাইপাস সড়ককে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এ সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। কুমিল্লা বাইপাস রোডে যাতায়াতকারী যাত্রীদের কাছে আতঙ্কের নাম মদিনা বাস। অবিলম্বে এ বাস সার্ভিসটি এ সড়কে চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানাচ্ছি।’

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান মজুমদার, চৌয়ারা বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মজুমদার, মানবাধিকার কর্মী আবদুল হান্নান, রফিকুল ইসলাম, জামাল চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল মন্নানসহ অন্যরা। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মদিনা বাসে দুর্ঘটনার শিকার নিহত ও আহত পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মদিনা বাস সার্ভিস মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ‘এ সড়কে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কোনো দুর্ঘটনার জন্য আমরা এককভাবে দায়ী নয়। গত ২-৩ বছরে মদিনা বাসের একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ আমরা দেব। তৃতীয় একটি পক্ষ স্বার্থ হাসিলের জন্য আমাদের কয়েকটি বাস ভাঙচুর করে। বাস সার্ভিস বন্ধ করে দেয়। পরে আমরা মামলা করি। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা বাস চলাচল শুরু হয়। মামলা থেকে বাঁচতে কিছু লোক মানববন্ধন করে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page