দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে প্রজেক্টে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এত চারজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।
আহত ব্যক্তিরা হলেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তাঁর ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরতে যায় পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাইল তাঁর লোকজনসহ গিয়ে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। আটক ইয়াসিন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরো দেখুন:You cannot copy content of this page