০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদযাপন ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা প্রশাসনের ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

কুমিল্লায় মুদি দোকানে টিসিবির ১,৪৪২ লিটার তেল; তদন্তে প্রশাসন

  • তারিখ : ০৪:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 40

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর বাজারের একটি মুদি দোকান থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

ইউএনও জানান, “আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর মুদি দোকানে তল্লাশি চালিয়ে টিসিবির লেবেলযুক্ত ৭৯টি কার্টুনে মোট ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।”

তিনি আরও বলেন, টিসিবির পণ্য ব্যক্তিগতভাবে মজুদ ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। অভিযুক্ত ব্যবসায়ী ২ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন এবং তেলগুলো জব্দ করা হয়েছে।

তবে অভিযুক্ত দোকানি কাউসার জানান, তিনি এসব তেল কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে কিনে এনেছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, “এই তেল কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের মাধ্যমে বাজারজাত হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী উপযুক্তদের মাঝে বিতরণ করা হবে।”

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দাবি করেছেন, টিসিবির পণ্য যেন যথাযথভাবে নির্ধারিত ভোক্তার হাতে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা উচিত।

error: Content is protected !!

কুমিল্লায় মুদি দোকানে টিসিবির ১,৪৪২ লিটার তেল; তদন্তে প্রশাসন

তারিখ : ০৪:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর বাজারের একটি মুদি দোকান থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

ইউএনও জানান, “আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর মুদি দোকানে তল্লাশি চালিয়ে টিসিবির লেবেলযুক্ত ৭৯টি কার্টুনে মোট ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।”

তিনি আরও বলেন, টিসিবির পণ্য ব্যক্তিগতভাবে মজুদ ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। অভিযুক্ত ব্যবসায়ী ২ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন এবং তেলগুলো জব্দ করা হয়েছে।

তবে অভিযুক্ত দোকানি কাউসার জানান, তিনি এসব তেল কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে কিনে এনেছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, “এই তেল কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের মাধ্যমে বাজারজাত হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী উপযুক্তদের মাঝে বিতরণ করা হবে।”

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দাবি করেছেন, টিসিবির পণ্য যেন যথাযথভাবে নির্ধারিত ভোক্তার হাতে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা উচিত।