কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ যুবকের পরিচয় মিলেছে

নেকবর হোসেন।।
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় চট্টগ্রামমুখী লেনে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ ইকবাল বাহার।

নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর মোহাম্মদপুর সরাই জাফরাবাদ এলাকার মো. ছালামের ছেলে শাকিল হোসেন (২২) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহম্মদের ছেলে সাহেদ শিমুল (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাত সোয়া দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোরকানন এলাকায় একটি মোটরসাইকেল কে অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page