০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে মন্দিরের রাস্তা নিয়ে মানববন্ধন, বিএনপি নেতার হস্তক্ষেপে সমাধান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ কুমিল্লা মাঠে বসুন্ধরা কিংসের দাপুটে জয়, মোহামেডানের হতাশার সূচনা নুরে আলম-মোক্তারের নেতৃত্বে কুবির শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন “পিআর আর সংস্কার চাই” স্লোগানে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ কুমিল্লা জেলা মুয়াল্লিম ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন জহিরুল-মুনতাছিরের নেতৃত্বে কুবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লায় ৪ মাজারে হামলা ও আগুন; দুই হাজার জনের বিরুদ্ধে মামলা প্রতিষ্ঠার ১৯ বছরেও হয়নি কুবির ছাত্র উপদেষ্টার দপ্তর কুবিতে ‘ডাটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মেডিক্যাল কলেজ কর্মচারীর মৃত্যু

  • তারিখ : ১১:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 139

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (২৫) নামে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রাজ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত ফারুক সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়েজ আহমেদ জানান, একটি পিকআপভ্যানের সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপভ্যানটি ফেলে পালিয়ে যায়।

নিহতের চাচাতো বোন নিলা বেগম বলেন, “ফারুক গতকাল জাফরগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে কুমিল্লায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পরে অচেনা এক ব্যক্তি তার ফোন থেকে কল করে মৃত্যুর খবর জানায়।”

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মেডিক্যাল কলেজ কর্মচারীর মৃত্যু

তারিখ : ১১:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (২৫) নামে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রাজ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত ফারুক সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়েজ আহমেদ জানান, একটি পিকআপভ্যানের সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপভ্যানটি ফেলে পালিয়ে যায়।

নিহতের চাচাতো বোন নিলা বেগম বলেন, “ফারুক গতকাল জাফরগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে কুমিল্লায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পরে অচেনা এক ব্যক্তি তার ফোন থেকে কল করে মৃত্যুর খবর জানায়।”

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।