কুমিল্লায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মেডিক্যাল কলেজ কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (২৫) নামে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রাজ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত ফারুক সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়েজ আহমেদ জানান, একটি পিকআপভ্যানের সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপভ্যানটি ফেলে পালিয়ে যায়।

নিহতের চাচাতো বোন নিলা বেগম বলেন, “ফারুক গতকাল জাফরগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে কুমিল্লায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পরে অচেনা এক ব্যক্তি তার ফোন থেকে কল করে মৃত্যুর খবর জানায়।”

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page