১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত, আহত ১১

  • তারিখ : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 30

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের রেনু মিয়া সরকারের স্ত্রী ফজিলাতুন নেছা (৬৯), তাঁর ছেলে আহাদ মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (২১) এবং তাঁদের স্বজন পেন্নাই গ্রামের আবদুল জলিলের স্ত্রী রুসিয়া বেগম (৭০)।

দুর্ঘটনায় অটোরিকশার একজন যাত্রীসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহত ফজিলাতুন নেছার ছেলে আহাদ মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নোয়াখালী সদর উপজেলার ফারাবী (১৮), ইফরান (১৪), রবিন মিয়া (২৫), রাশেদ (৩২), নুরুল হক (৩০), আবদুল মতিন (৪২), নুরুদ্দিন (৩১), হামিদুল হক (৪১) এবং ফেনী সদরের আরাফাত হোসেন (২৫) ও চৌদ্দগ্রামের রকিব উদ্দিনকে (৩০) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তিনজনসহ চারজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে জিংলাতলী গোডাউন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দিলে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশার এক যাত্রীসহ ১১ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেজুতি দে বলেন, নিহত ব্যক্তিদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ নিয়ে গেছে। আহত আহাদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনা–কবলিত বাসটি ঘটনাস্থলে আছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত, আহত ১১

তারিখ : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের রেনু মিয়া সরকারের স্ত্রী ফজিলাতুন নেছা (৬৯), তাঁর ছেলে আহাদ মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (২১) এবং তাঁদের স্বজন পেন্নাই গ্রামের আবদুল জলিলের স্ত্রী রুসিয়া বেগম (৭০)।

দুর্ঘটনায় অটোরিকশার একজন যাত্রীসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহত ফজিলাতুন নেছার ছেলে আহাদ মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নোয়াখালী সদর উপজেলার ফারাবী (১৮), ইফরান (১৪), রবিন মিয়া (২৫), রাশেদ (৩২), নুরুল হক (৩০), আবদুল মতিন (৪২), নুরুদ্দিন (৩১), হামিদুল হক (৪১) এবং ফেনী সদরের আরাফাত হোসেন (২৫) ও চৌদ্দগ্রামের রকিব উদ্দিনকে (৩০) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তিনজনসহ চারজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে জিংলাতলী গোডাউন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দিলে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশার এক যাত্রীসহ ১১ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেজুতি দে বলেন, নিহত ব্যক্তিদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ নিয়ে গেছে। আহত আহাদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহসীন হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনা–কবলিত বাসটি ঘটনাস্থলে আছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।