নিউজ ডেস্ক।।
কুমিল্লায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে র্যাব।
সোমবার ২২ মে সকালে জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলোঃ জয়পুরহাট জেলার সদর থানার আদর্শপাড়া গ্রামের মোঃ আনছার এর মেয়ে রেশমা বেগম ডলি (৩০),সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের মৃত মোশারফ এর মেয়ে মোমেনা ওরফে শান্তনা (৩৫) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসিদ্ধপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর মেয়ে অজুফা ওরফে আন্জুআরা (৩৬)।
তিনি জানান- গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও মাদক পরিবহনের জন্য তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের পন্থা অবলম্বন করত। মূলত গ্রেফতারকৃত আসামীরা মহিলা হওয়ার দরুণ অন্যান্যদের তুলনায় তাদের সন্দেহের ঝুঁকিও কম থাকায় তারা বাসে, সিএনজিতে সাধারণ যাত্রীবেশে উঠে নিজস্ব ব্যাগে করে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহন করত বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page