কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতার বাড়িতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতার বাড়িতে আসলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

পরে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবদল ও সংগঠন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেলো ৩০ জানুয়ায়ী বৃহস্পতিবার রাতে কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেয়ার পরদিন শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুবদল নেতা তৌহিদুর রহমানে লাশ পায় পরিবার।

নিহত তৌহিদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page