১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান

  • তারিখ : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 2137

জহিরুল হক বাবু।।

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের বেলায় শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের আড্ডা-ঘোরাফেরা নিয়ন্ত্রণে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮.৩০ থেকে ১০টা পর্যন্ত বাজার ও আশেপাশের এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। এছাড়া, কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইউএনও শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই ধরনের আচরণ ভবিষ্যতে আইনগত পদক্ষেপের বিষয় হবে।

মোঃ জামাল হোসন জানান, এই অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

ইউএনও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

error: Content is protected !!

কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান

তারিখ : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের বেলায় শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের আড্ডা-ঘোরাফেরা নিয়ন্ত্রণে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮.৩০ থেকে ১০টা পর্যন্ত বাজার ও আশেপাশের এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। এছাড়া, কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইউএনও শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই ধরনের আচরণ ভবিষ্যতে আইনগত পদক্ষেপের বিষয় হবে।

মোঃ জামাল হোসন জানান, এই অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

ইউএনও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।