০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন কুমিল্লায় রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

  • তারিখ : ১০:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 1838

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিকাপুর গ্রামের ইলিয়াস ও তার সহযোগীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে তার বাড়িতে মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস ও তার সহযোগী বিটু পালিয়ে যায়। তবে ওসমান গনি শুভ (২৫) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় রাখা মোট ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ কালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইলিয়াস ও বিটুর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ করে রাখা হতো। পরে এসব মাদক কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হতো।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১,৮৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

তারিখ : ১০:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালিকাপুর গ্রামের ইলিয়াস ও তার সহযোগীরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে তার বাড়িতে মজুদ করেছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস ও তার সহযোগী বিটু পালিয়ে যায়। তবে ওসমান গনি শুভ (২৫) নামে এক মাদক কারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় রাখা মোট ১,৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ কালিকাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইলিয়াস ও বিটুর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ করে রাখা হতো। পরে এসব মাদক কুমিল্লা, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হতো।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।