জহিরুল হক বাবু
কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও ৩৫ বোতল স্কাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ কুমিল্লা। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গত শনিবার রাতে শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. অর্ক (৩২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল স্কাফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই রাতে শালুকমোড়া এলাকায় অভিযান চালিয়ে মো. তুষার (২৬) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
পরে ধনপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন হাসান (২৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে কুমিল্লা, মুন্সীগঞ্জ ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব কর্মকর্তা মেজর সাদমান ইবনে আলম বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।”