০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার

কুমিল্লায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

  • তারিখ : ০২:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 31

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক পথচা‌রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চ‌লিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নাল হো‌সেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পা‌শে ছিটকে পড়েন। এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গে‌লে চালক ও অপর দুই যাত্রী আহত হন।

সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মতো ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি অ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থ‌লেই মারা যান।

জানা যায়, এ্যাম্বুলেন্সটি কসবা এলাকা থেকে একজন মুমুর্ষ রোগীকে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে মারা যাওয়ায় পুনরায় কসবায় নিয়ে যাওয়ার পথে চাপানগর এলাকায় এসে এ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর ৬টার দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

তারিখ : ০২:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক পথচা‌রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চ‌লিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নাল হো‌সেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পা‌শে ছিটকে পড়েন। এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গে‌লে চালক ও অপর দুই যাত্রী আহত হন।

সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মতো ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি অ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থ‌লেই মারা যান।

জানা যায়, এ্যাম্বুলেন্সটি কসবা এলাকা থেকে একজন মুমুর্ষ রোগীকে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে মারা যাওয়ায় পুনরায় কসবায় নিয়ে যাওয়ার পথে চাপানগর এলাকায় এসে এ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর ৬টার দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।