কুমিল্লায় লেজুরবৃত্তি করা আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নানাভাবে হয়রানীর কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আওয়ামী আমলের সুবিধাভোগী ও দলটির নেতাদের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠতা থাকা বেশ ক’জন ধূর্ত ব্যক্তি বিএনপির ‘নব্যনেতা’ হওয়ার চেষ্টা শুরু করেছেন। ইতিমধ্যে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ক্ষমতাধর (বর্তমানে পলাতক) ব্যক্তি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপিপুত্র মোহাম্মদ আলী সুমনের আস্থাভাজন ও ঘনিষ্ঠ সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের খন্দকার আবুল খায়েরের একটি ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফেসবুকে ঘুরছে। ফ্যাসিস্টদের দোসর হিসেবে পরিচিত ওই ইউনিয়নের আবুল খায়েরসহ আরও কয়েকজন বিভিন্ন কৌশল অবলম্বন করে স্থানীয় বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এনিয়ে দাউদকান্দি বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি অত্যন্ত দু:খজনক বিষয়, দাউদকান্দিতে বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ঘরে ঠিকমত ঘুমাতে পারেনি অথচ ফ্যাসিস্টদের দোসররা যারা এখানকার আওয়ামী লীগ নেতাদের চাটুকারিতা করেছে তারাই এখন বিএনপির পতাকাতলে আশ্রয় খুঁজে। সুন্দলপুর ইউনিয়নের দশপাড়ার খন্দকার আবুল খায়ের সহ আরও অনেকে রয়েছে যারা আওয়ামী আমলে ড. মোশাররফ সাহেবের বিরোধিতা করেছে, বিএনপি নেতা-কর্মীদের হেনস্তা করেছে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। তারা এখন হাসিনার পতনের পর বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ওইসব সুবিধাবাদী চাটুকারই বিএনপির নেতাকর্মীদের ১৬টি বছর হামলা, মামলা ও হয়রানীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যুগিয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়েছেন। এসব আওয়ামী দোসরারা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে এজন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এরা দলে ঢুকলে স্থানীয় রাজনীতিতে সংকট সৃষ্টি করবে।’

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাক জানান, ‘দশপাড়ার আওয়ামী দোসর খন্দকার আবুল খায়েরের গডফাদারররা যখন পলাতক, তখন সে এবং আরও কয়েকজন আওয়ামী দোসর বোল পাল্টিয়ে বিএনপিতে ঢুকার চেষ্টা করছে। এটি প্রতিহত করতে আমি ফেসবুকে দাউদকান্দি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক এমপি সুবিদ আলী ভূইয়ার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের সঙ্গে ভিডিও ও ছবি পোষ্ট করি। এরপর এটি অনেকেই শেয়ার করে ও ভাইরাল হয়। এই আবুল খায়েরের মদদে আওয়ামী সন্ত্রাসীরা আমার নামে তিনটি মামলা দিয়েছে। আমাকে এলাকায় আসতে দিতনা। এই আবুল খায়ের বাড়ির আঙ্গিনায় আওয়ামী লীগের অফিস করেছে। আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, ড. মোশাররফ স্যারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জয়বাংলা স্লোগান দিয়েছে। ঢাকায় সরকারি চাকরি করে অথচ এলাকায় এসে বিএনপির লোকদের শাসাতো, আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অংশ নিতো। এখন আওয়ামী বোল পাল্টিয়ে বিএনপি নেতাদের আশপাশে ঘুরে, বাড়ির সামনে জিয়া পরিষদের অফিস করার সুুযোগ খুঁজে। আমি বিএনপির একজন নগন্য কর্মী হিসেবে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, ১৬ বছর আওয়ামী লীগের হয়ে যারা আমাদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে সেই খন্দকার আবুল খায়েরদের মতো সুবিধাবাদীরা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে।’

এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির তৃণমূল নেতাদের অনেকেই জানিয়েছেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনীতিতে সুযোগসন্ধানীরা দলে ঢুকে পড়ছেন। ‘নব্য হাইব্রিড’ কিংবা ‘নব্য বিএনপি’র ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্তকবার্তা ও নির্দেশনার বিষয়টি সম্পর্কে সবাই অবগত রয়েছেন।তাই অনুপ্রবেশকারী ও তাদের যারা দলে প্রশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের নেতা-কর্মীদের।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page