কু‌মিল্লায় সেমাই কারখানায় ভোক্তা অ‌ধিকারের অ‌ভিযান; একলাখ টাকা জ‌রিমানা

নেকবর হোসেন।।
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে সোমবার কু‌মিল্লা আদর্শ সদর উপজেলার এলাকার এক‌টি সেমাই কারখানায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব্যবহার ক‌রে সেমাই প্রস্তুত, অস্বাস্থ্যাকর প‌রি‌বে‌শে প্রস্তুত, প্যাকে‌টের গা‌য়ে মিথ্যা ঘোষণা দি‌য়ে ভোক্তাকে প্রতা‌রিত করা ও ওজ‌নে কারচূ‌পির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস না‌মের প্রতিষ্ঠান‌টি‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় ও প্রতিপাল‌নের জন্য সাত‌টি নি‌র্দেশনা দেওয়া হয়।

এ সময় ১০০ কে‌জি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যানিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page