কুমিল্লায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ১

জহিরুল হক বাবু।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নুরপুর গ্রামে দিনের বেলায় নিজ ঘরে গৃহবধূকে গলাটিপে হত্যা করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার বেলা একটায় এ ঘটনাট ঘটে। নিহত গৃহবধূর নাম রাশেদা আক্তার (৬৫)। হত্যার ঘটনায় রাশেদা আক্তারের ছোট ছেলে শাহাব উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা একটার দিকে নুরুপুর গ্রামের বাসিন্দা মৃত আলী আর্শাদের স্ত্রী রাশেদা আক্তারের (৬৫) গলা, কান ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনতাই করতে তাঁকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হত্যা মামলার আসামি নুরপুর গ্রামের বাসিন্দা নূর আলমের ছেলে নাদিমকে (২০) গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাদিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ইলিয়টগঞ্জ বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিক্রিত স্বর্ণালংকারের মধ্যে কানের দুল পুলিশ উদ্ধার করেছে।

প্রতিবেশী আয়েশা আক্তার জানান, গতকাল দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় নিহত রাশেদা আক্তার প্রতিবেশী রজ্জব আলীর ঘরে বসে ছিলেন। বৃষ্টি শেষে বেলা একটার দিকে রাশেদা নিজ ঘরে প্রবেশ করেন। এ সময় কয়েকজন রাশেদা আক্তারদের ঘরে ঢুকে তাঁর গলায়, হাতে, কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় চিৎকার চেঁচামেচি, ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূ রাশেদা আক্তারকে গলাটিপে হত্যা করে তাঁরা পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক মো. শহিদউল্লাহ প্রধান বলেন, নিহত গৃহবধূ রাশেদা আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি নাদিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকারের মধ্যে কানের দুল উদ্ধার করা হয়েছে। আসামি নাদিমকে আজ মঙ্গলবার কুমিল্লা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page