কুমিল্লায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আনিস মেম্বার (৩৮) উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

আনিস মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিস মেম্বার একজন সশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভূমিকায় ছিলেন। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি এলাকায় এসে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয়রা।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আনিস মেম্বার রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা-মারামারি, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page