কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ ১০ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি হানিফকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর মাজার সংলগ্ন কবরস্থানের পশ্চিম পাশে কালভার্ট এলাকা থেকে গাঁজাসহ হানিফকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত হানিফ ওই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান, এসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের জন্য আনা ৯৬ কেজি গাঁজা মজুদ করে গাড়ীর জন্য অপেক্ষাকালে গাঁসহ হানিফকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, আটককৃত হানিফের বিরুদ্ধে পূর্বের মাদক, অস্ত্রসহ সর্বমোট ১০ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
৯৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।