স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল হক রিয়াদ।
রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি কুমিল্লার বর্তমান সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা, কিন্তু অনিয়ন্ত্রিত যানজট, জলাবদ্ধতা, মাদকাসক্তি, বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ন ও সামাজিক অবক্ষয় দীর্ঘদিন ধরে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এর পাশাপাশি নদী ও খাল দখল, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, নগরীতে অপর্যাপ্ত পার্কিং সুবিধা, শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনিয়ম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামোর ঘাটতি কুমিল্লার উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতা পেলে কুমিল্লাকে আধুনিক, মানবিক ও নিরাপদ নগরীতে রূপান্তরিত করবো। দক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা, উন্নত সড়ক যোগাযোগ, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক, যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন—এসব হবে আমার অগ্রাধিকার।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি মোঃ ফয়জুল্লাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল, বাংলাদেশ ছাত্র পরিষদের কুমিল্লা জেলা সভাপতি সৈয়দ, সাধারণ সম্পাদক এস এম রাসেলসহ ছাত্র, যুব, প্রবাসী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।