কুমিল্লার এক আইনজীবী কক্সবাজার ভ্রমণে গিয়ে রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক।।
কক্সবাজার ভ্রমণে আসা গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের সীগাল হোটেলে অসুস্থ হওয়া এই পর্যটককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্তি উপ মহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ।

নিহত গাজী এম শওকত হাসান কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুরের আশোকতলা এলাকার মৃত গাজি মোস্তফার ছেলে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।

এডিআইজি মো. আপেল মাহমুদ জানান, গত ৩০ জানুয়ারি কয়েকজন মিলে কক্সবাজার ভ্রমণে এসে সীগাল হোটেলে অবস্থান করেন তারা। সকালে হোটেলের ৩০৮ নম্বর কক্ষের মেঝেতে অসুস্থ হয়ে পড়ে যান শওকত হাসান।

এসময় হোটেলের কর্মচারি ও ভ্রমণে আসা সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশেকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই এই পর্যটকের মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোন প্রকার চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page