
নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মবিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধাইয়া-মহিচাইল সড়কের কাশিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মবিন উপজেলার মহিচাইল ইউনিয়নের বিচুন্দাইর গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান- আব্দুল মবিন স্ত্রীকে নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে মাধাইয়া আসার পথে তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হয় আব্দুল মবিন। স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা পরপর সিএনজি অটোরিক্সার চালক দুর্ঘটনা কবলিত অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।