১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায় হয়রানি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হবে -ইউএনও তানভীর হোসেন কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে এমপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের মতবিনিময় দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ও যানবাহন জব্দ কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিল্লুর, সাধারণ সম্পাদক মামুন মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

কুমিল্লার চান্দিনা বাসের চাপাঁয় মোটরসাইকেল আরোহী নিহত

  • তারিখ : ১০:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • 4

নেকবর হোসেন।।
কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাস চাপায় নূরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল হোসেন (২৬) নামে আরো একজন।

সোমবার বিকেল ৩টায় মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্দ্রেরচর গ্রামের বাসিন্দা এবং আহত হয় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামের বিল্লাল হোসেন (২৬)। তারা উভয়ই মহাসড়ক সংলগ্ন ছয়ঘড়িয়া এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেল ৩ টায় ছয়ঘড়িয়া ‘এসএসইবি’ নামের ওই ইটভাটা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠতেই ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রোমানা পারভীন জানান, স্থানীয়রা আহত দু’জনকে আমাদের এখানো নিয়ে আসার একটু পরেই নূরুল ইসলামের মৃত্যু হয়। আহতাবস্থায় বিল্লাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ নিতে পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিয়াউল হক জানান, ঘটনাটি শুনেছি। আমাদের পুলিশ টিম গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি।

error: Content is protected !!

কুমিল্লার চান্দিনা বাসের চাপাঁয় মোটরসাইকেল আরোহী নিহত

তারিখ : ১০:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

নেকবর হোসেন।।
কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাস চাপায় নূরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল হোসেন (২৬) নামে আরো একজন।

সোমবার বিকেল ৩টায় মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্দ্রেরচর গ্রামের বাসিন্দা এবং আহত হয় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামের বিল্লাল হোসেন (২৬)। তারা উভয়ই মহাসড়ক সংলগ্ন ছয়ঘড়িয়া এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেল ৩ টায় ছয়ঘড়িয়া ‘এসএসইবি’ নামের ওই ইটভাটা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠতেই ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রোমানা পারভীন জানান, স্থানীয়রা আহত দু’জনকে আমাদের এখানো নিয়ে আসার একটু পরেই নূরুল ইসলামের মৃত্যু হয়। আহতাবস্থায় বিল্লাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ নিতে পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিয়াউল হক জানান, ঘটনাটি শুনেছি। আমাদের পুলিশ টিম গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি।