০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুমিল্লার হোমনায় একই পরিবারের তিন সদস্যের আইটিপি সাফল্য কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন

কুমিল্লার তিতাসে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত একজন

  • তারিখ : ০৬:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • 1

নেকবর হোসেন।।
কুমিল্লার তিতাসে দুই মোটরবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলার গাজীপুর এলাকায় বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুল হক আরিফের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন,গাজীপুরের সড়কে তিন যুবক একটি মোটরবাইকে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মোটরবাইক চালিয়ে আসছিলেন আরিফ। বেপরোয়া গতির কারণে তিন যুবককে বহন করা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফের মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে দুই মোটরবাইকের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল চলছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আরিফ মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লার তিতাসে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত একজন

তারিখ : ০৬:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার তিতাসে দুই মোটরবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলার গাজীপুর এলাকায় বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুল হক আরিফের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন,গাজীপুরের সড়কে তিন যুবক একটি মোটরবাইকে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মোটরবাইক চালিয়ে আসছিলেন আরিফ। বেপরোয়া গতির কারণে তিন যুবককে বহন করা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফের মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে দুই মোটরবাইকের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল চলছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আরিফ মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।