স্টাফ রিপোর্টা॥
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের বাসিন্দা সালমা আক্তার নামের একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে৷
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করনে,৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাউদ্দিন৷
মৃত সালমা আক্তার দোনারচর গ্রামের নাজির আহম্মেদ চৌধুরী’র স্ত্রী৷
সোমবার(১৯ মে) পৌরসভার ৬নং ওয়ার্ডের দোনারচর গ্রামের বাসিন্দা সালমা আক্তার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে এলাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নীরিক্ষার পর ডেঙ্গু পজিটিভ হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার(১৮ মে)বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়৷
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা সোহানুর রহমান জানান, এ পযন্ত আমাদের হাসপাতালে ১৬ জন ভর্তি হলেও ১জনকে ঢাকায় রেফাড করা হয়েছে৷ তবে আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৪ জনই পৌরসভার দোনারচর গ্রামের বাসিন্দা৷
আরো দেখুন:You cannot copy content of this page