কুমিল্লার দাউদকান্দিতে রিফাত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দাউদকান্দিতে গুলিতে নিহত সুকীপুর গ্রামের রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাশেদ মিয়া ওরফে রাকেশকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি পৌরসভা সদরের শাহাপাড়া সড়কের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদ মিয়া দাউদকান্দি পৌরসভা সদরের সবজিকান্দি গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিফাত হত্যা মামলার আসামি রাশেদ মিয়ার বিরুদ্ধে খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page