কুমিল্লার দেবিদ্বারে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে এবার নিজ ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা ঝর্ণা বেগম নামে ৫ সন্তানের জননীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ জুলাই) দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের দিন মঙ্গলবার ওই দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের জঙ্গল থেকে হনুফা বেগম নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে আব্দুল করিমের ঘরে প্রবেশ করে তার স্ত্রী ঝর্ণা বেগমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। নিহত ঝর্ণার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বুধবার দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার দুপুরে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, প্রাথমিকভাবে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না বলে জানা গেছে। স্বামী আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আরও অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এর আগের দিন মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশ উপজেলার গৌরসার গ্রামের একটি জঙ্গল থেকে হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। নিহত হনুফা দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তিনি ৮ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page