
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বার সাব রেজিস্ট্রার অফিসের আওতাধীন স্থায়ী কর্মচারী, নকল নবিস ও দলিল লেখকদের ভ‚মি নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা জোরদারকরন বিষয়ক অভ্যন্তরীন প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দেবীদ্বার সাব রেজিস্ট্রার অফিসে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন এর বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রার সালাহ উদ্দিন আহম্মেদ।
সাব রেজিস্ট্রার মোঃ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ও রিসোর্স পারসন ছিলেন মোহাম্মদ সাকিম মজুমদার।
প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি সাংবাদিক সাইফ উদ্দিন রনী, অফিস সহকারী শিরিন আক্তার, দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম সরকার, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ স্থায়ী কর্মচারী, নকল নবিস ও দলিল লেখকবৃন্দ।