কুমিল্লার বুড়িচংয়ে নারীকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামে আয়শা আক্তার নামের এক বৃদ্ধাকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন কে আটক করেছে বুড়িচং থানার পুলিশ।

আটককৃতরা হলেন, আবুল বাশারের ছেলে মো. তন্ময় (১৯) জাকির হোসেনের ছেলে মো. হানজালা (১৯) জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান(২৫)।

গতকাল সোমবার রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নলে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার (৫৬) চড়নল গ্রামের মো. শামসুদ্দোহা মুহুরীর স্ত্রী এবং বুড়িচং উপজেলা বাকশিমূল ইউনিয়নের আজ্ঞাপুরের আব্দুর রশীদের মেয়ে। নিহতের ২ ছেলে ৩ মেয়ে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টায় একি বাড়ির তন্ময় নামের এক ছেলে আয়েশা আক্তারকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নেওয়ার ১ ঘন্টা পরেও সে ফিরে না আসায় ছেলের বউ নাহিদা আক্তার তার শ্বাশুড়ি নাম্বারে বার বার ফোন দেয়। ফোন না ধরায় সে তার এক চাচা শ্বশুরকে ফোন করে বলে। তারা এসে খুঁজে তার শ্বাশুড়ির গলা কাটা লাশ উদ্ধার করে।

নিহতের ছেলের বউ মোসা নাহিদা আক্তার জানায়, পাশের বাড়ির তন্ময় আমার শ্বাশুড়িকে রাতের ৭ টায় তাদের ঘরে ডেকে নিয়ে যায়। আমি ঘরের দরজা বন্ধ করে আমার রুমে ছিলাম। ঘন্টাখানেক পরেও আমার শ্বাশুড়ি ফিরে না আসায় আমি জানালা খুলে বাহিরে তাকাই। বাহিরে লাইট জালানো ছিলো। উঠানের দক্ষিণ মাথায় মানুষের মাথার মতো কি যেন দেখা যায়। আমি ভাবছি কেউ নেশা করে মনে হয় পড়ে আছে। একটু পরে তন্ময় আসে। সে এসে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে৷ আমাকে কিছু না বলে পেছনের দরজা দিয়ে আমাকে ডাক দেয়। আমাকে বার বার দরজা খুলতে বলে। আমি দরজা না খুলে তাকে বলি যা বলার জানালা দিয়ে বলার জন্য। তাকে বলি আম্মাকে যেন তাড়াতাড়ি ঘরে পাঠায়।

নয়টা থেকে সাড়ে নয়টায় যখন আমার শ্বাশুড়ি আসে না তখন পাশের ঘরের এক চাচাকে আমি ফোন করি। সে মেহেদীকে তন্ময়ের ঘরে পাঠায়। তারা সেখানে তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। আমি যেখানে মাথার মতো দেখে ছিলাম সেখানে গিয়ে দেখে আমার মায়ের গলা কাটা লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং এ তিনজনকে ধরে নিয়ে যায়।

স্থানীয় কাছ থেকে জানা যায়, কিছুদিন পূর্বে নিহত নারীর বাবার বাড়ি এলাকা থেকে তন্ময় ও সহযোগীরা এক কিশোরীকে তুলে এনে বাড়িতে আটকিয়ে রাখলে আয়শা আক্তার এই বিষয়টি নিয়েও প্রতিবাদ করেছিলেন।

বুড়িচং থানার পুলিশ এস আই নুুরুল ইসলাম জানান, নিহত আয়েশা আক্তারের বাড়ির আবুল বাশারের স্ত্রী সম্পর্কে ঝাঁ কানিজ ফাতিমা তার ছেলে তৌহিদুল ইসলাম তম্ময় কে দিয়ে মাগরিবের নামাজের একঘন্টা পর ডেকে তার বাড়ী নিয়ে আসেন। এর পর থেকে তিনি আয়শা আক্তার নিখোঁজ হয়।

পুত্র বধূ শারমিন আক্তার কোথাও তার শাশুড়ীকে না পেয়ে তার সৌদি প্রবাসী স্বামী নুরুল আমিন কে জানালে তিনি এলাকার প্রতিবেশী মেহেদী কে ফোন করে বিষয়টি দেখার জন্য বলে। এ সময় সে গিয়ে দেখে ওই বাড়ির পূর্ব ভিটির ঘরের সামনে রক্তাক্ত ওই বৃদ্ধা নারীকে গলা কাটা লাশ মাটি পড়ে থাকতে দেখেন। তাদের আত্মচিৎকারে এলাকার আশে-পাশের লোকজন সমাগম হয়।

এসময় আব্দুল অদুদ মেম্বার জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে অবগত করে। রাতে ঘটনার স্থলে বুড়িচং থানায় ওসি আবুল হাসানাত খন্দকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে তন্ময় এর ঘর থেকে একটি রক্তমাখা ছুড়ি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করে।

বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসা বাদের জন্য তৌহিদুল ইসলাম তম্ময়, মেহেদী ও হানজালাকে আটক করে থানায় এনেছি। তদন্ত চলমান রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page