কুমিল্লার বুড়িচংয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; বৃদ্ধ গ্রেপ্তার

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ সেলিম মিয়া প্রকাশ্যে রুবেল নামে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) দুপুরে জুমার নামাজ চলাকালে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া একটি সবজি ক্ষেতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সেলিম প্রকাশে রুবেল। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালীকচ্ছ গ্রামের মৃত ইনু মিয়া ছেলে। সে বেশ কিছুদিন যাবত কুমিল্লা কোতোয়ালি থানার উত্তর দুর্গাপুর গ্রামে বসবাস করত।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, দুপুর সোয়া ১ টায় গাজীপুর থেকে খাড়াতাইয়া নতুন বাজার রাস্তার পাশে লতিফ মিয়ার সবজি ক্ষেতের ভিতর ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধ সেলিম।

এ সময় শিশুটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন বৃদ্ধকে হাতেনাতে ধরে বুড়িচং থানায় খবর দেয়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page