কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পূর্নবাসনে সেনাবাহিনীর ঢেউটিন, নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ত্রানসামগ্রী ও পূর্নবাসনের জন্য ঢেউটিন বিতরণ করেন সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা বিভিন্ন ইউনিয়নে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা উপস্থিতে উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত বন্যার্তদের মাঝে এ সহায়তা প্রধান করেন। এবং ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে চারবান ঢেউটিন নগদ অর্থ ও দশ হাজার পরিবারকে ত্রান সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত কে সাথে নিয়ে এখন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা বন্যার্তদের পূনর্বাসনের জন্য কাজ করছে।উপজেলার ১১টি ইউনিয়নে খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য এ সহায়তা অব্যহত থাকবে ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো আলমগীর হোসেন, মো মোস্তফা,মো ফখরুল ইসলাম, সেনা সদস্য, মো জাহাঙ্গীর আলম, মো সবুজ, নাসিম আখন্দ,মো আশরাফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য সাম্প্রতিক বন্যায় মনোহরগঞ্জে প্রায় লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page