০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

কুমিল্লার সাবেক এমপি বাহার ও মেয়ের ৫৩ একাউন্টের ১৭ কোটি টাকা জব্দ

  • তারিখ : ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 116

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে জানা যায়, বাহার ও সূচনা দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন বানিজ্য, হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ সংগ্রহ ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত। তাদের ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাব চিহ্নিত করে জব্দ করা হয়েছে উল্লেখিত পরিমাণ অর্থ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনা আত্মগোপনে চলে যান। পরিবার সূত্রে জানা গেছে, তারা প্রথমে ভারতে পরে সংযুক্ত আরব আমিরাতে যান, বর্তমানে ইউরোপের এক দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লার সাবেক এমপি বাহার ও মেয়ের ৫৩ একাউন্টের ১৭ কোটি টাকা জব্দ

তারিখ : ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে জানা যায়, বাহার ও সূচনা দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন বানিজ্য, হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ সংগ্রহ ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত। তাদের ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাব চিহ্নিত করে জব্দ করা হয়েছে উল্লেখিত পরিমাণ অর্থ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনা আত্মগোপনে চলে যান। পরিবার সূত্রে জানা গেছে, তারা প্রথমে ভারতে পরে সংযুক্ত আরব আমিরাতে যান, বর্তমানে ইউরোপের এক দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।